মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে আলাদা সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন ১৩ জন। মঙ্গলবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের রুপনারায়নপুর মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ঘটনায় দুই মোটরসাইকেলে থাকা ৫ জনের মধ্যে থাকা ৪ জনের অবস্থা আশংকাজনক। আহতদের মধ্যে তেঘরিয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে সাইফুল্লাহ খালিদ(৪৫) ও তার বড় ভাই বুলবুলের মেয়ে কাবেরী (১৮), আল হেলালের মেয়ে তহুরা (২০), সিনোড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সজীব (২০) ও সিনোড়া গ্রামের তহিদুল ইসলামের ছেলে হৃদয় (১৮)। আহত তহুরা ছাড়া সকলের অবস্থা গুরুতর আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেলে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর দুপাশ থেকে আসা দুটি মোটরসাইকেল রুপনারায়নপুর মোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে মোটরসাইকেলে থাকা সকল যাত্রীই আহত হয়।
অপর এক দূর্ঘটনায় বিকেলে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের তেনাপীর মোড় সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আকাশ (২৮) ও রুবেল (২৩) নামের দুজন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে আশংকাজনক হওয়ায় তাদেরও রাজশাহী মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কর্তব্যরত চিকিৎসক জয়ন্ত প্রামাণিক জানান, সন্ধ্যার ঘটনায় ৫ জনের মধ্যে ৪ জনের অবস্থা খুবই গুরুতর এবং বিকেলের দূর্ঘটনায় আহত দুজনের অবস্থাও গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া ছাতড়া ও তালতলীর (ঘুঘুডাঙ্গা) রাস্তায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ৬জন আহত হয়। বামইন বাজারে মোটরসাইকেল ভ্যানের পেছনে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী ৩জন ও ভ্যানচালকসহ আরও ২জন এবং ছাতড়ার পশ্চিম পাশে ভুটভুটি থেকে পড়ে ১জন আহত হন। আহতরা ছাতড়া বাজারে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণহীন ভাবে গাড়ি চালানোই এই দূর্ঘটনার মূল কারণ। অনেকে মনে করেন, প্রশাসনিক ভাবে পদক্ষেপ গ্রহণ করলে হয়তো এ অনাকাঙ্খিত দূর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।
Leave a Reply