রহিম আলী, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর । মুসলিম মিলাতের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব । এই পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির সৌজন্য শতাধিক অসহায় ও স্বল্পআয়ের
পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে । বুধবার ২৭ এপ্রিল ২০২২ সকালে উপজেলার ডেলটা মেডিকেল সেন্টার প্রাঙ্গণে সংগঠনের প্রতিষ্ঠাতা আলমগীর জয় এর সভাপতিত্বে প্রধান অতিথি
হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম,শিবগঞ্জ কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান,রানা ফামেসীর প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম রানা।
বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন মোস্তফা, সাকিম,নাহিদ উজ্জামান প্রমূখ।
এদিকে প্রতিষ্ঠাতা আলমগীর জয় বলেন বিভিন্ন দাতাগোষ্ঠীর কাছে সাহায্য নিয়ে আমরা যতটুকু সম্ভব অসহায়দের পাশে থাকার চেষ্টা করছি। সামনে আমাদের এ রকম কাযর্যক্রম চলবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও বৃহৎ আকারে সহযোগিতা করে অসহায় মানুষের পাশে থাকতে চাই।সকলে আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। সেই সাথে গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যারা এই মহৎ কাজের সাথে সম্পৃক্ত আছে তাদের জন্য দোয়া করবেন।
Leave a Reply