সোহেল রানা রাজশাহী প্রতিনিধি
রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, (ডিএসবি) ও আসাদুজ্জামান সিনিয়র সহকারি পুলিশ সুপার,গোদাগাড়ী সার্কেলের নির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া ও ওসি তদন্ত উসমানের নেতৃত্বে তানোর থানাকে মাদক মুক্ত রাখতে বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে মাদকের বিরুদ্ধে অভিযান। তারি ধারাবাহিকতায় চলতি মাসের ২০ এপ্রিল তানোর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে ১ শো লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ আসামী ১. শ্রীমতি আমেনা সরেন(২৬), , স্বামীঃ মতি হাসদা (মিশন পাড়া ) গ্রেফতার করে এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-২৫, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ২৪(ক)রুজু হয়।
০২ (দুই) গ্রাম হেরোইন সহ আসামী ১. মোঃ আনোয়ার পারভেজ বাবু(৩৪), পিতা-মৃত হামিদ মন্ডল সাং -আমশো , ২. মোঃ আবুল কালাম(৪২), পিতা- মোঃ মোক্তার আলী মোল্লা , গ্রাম- আমশো, ৩. মোঃ মানিক(৩০), পিতা-মোঃ আব্দুর রহমান(কুরানু) , সাং যোগীশো, সর্ব থানা- তানোর এ সংক্রান্তে তানোর থানার মমলা নং ২৬ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ৮(ক)/৪১/২৬ রুজু করা হয়।
৭৪ (চুয়াত্তর) লিটার দেশীয় তৈরী চোলাই মদ শ্রীমতি রুপা রানী(২৬), পিতা- শ্রী নরেশ পাহাড়ীয়া, মাতা- শ্রীমতি জোসনা পাহাড়ীয়া , স্বামীঃ সুশীল ,সাং-রায়তান বড়শো আদিবাসিপাড়া , থানা- তানোরকে গ্রেফতার করে পুলিশ ।এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-২৭,ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ২৪(খ) রুজু হয়।
GR-W/A মূলে ০১জন আসামী ১. মোঃ আলাউদ্দিন, পিতা-মৃত সমতুল্লা, সাং-কামারগাঁ, থানা-তানোর, জেলা-রাজশাহী এবং CR-W/A মূলে ০১জন আসামী ১. মোঃ কামরুল হাসান, পিতা-খালেক সোনার, সাং-হাতিশাইল, থানা-তানোর, জেলা-রাজশাহী এবং মামলা নং-২৪, ধারাঃ ৩০৬ পেনাল কোড সংক্রান্তে এজাহার নামীয় আসামী ১. আবু সাইদ ইমন (২০), পিতা-মোঃ আব্দুর রহিম, সাং-চোরখোর, থানা-তানোর, জেলা-রাজশাহী সহ সর্ব মোট ০৮ (আট) জন আসামীকে তানোর থানার পুলিশ গ্রেফতার করে অদ্য ২১ এপ্রিলে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Leave a Reply