ডেস্ক রিপোর্ট :
বর্তমানে ইউটিউব, টিকটক, ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁপানো তরুণ প্রজন্মের ডিরেক্টর এবং অ্যাক্টর “” মেহেদি হাসান
একের পর এক নতুন চমক দিয়ে আসছেন সবাইকে বর্তমানে ” পিরিতে করলো একি হাল এই গানে মিউজিক ভিডিওতে মডেলিং করে তিনি ব্যাপকভাবে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়াতে
“”” মেহেদি হাসান বর্তমানে বেশকিছু বড় বড় ইউটিউব চ্যানেলে ডিরেক্টর হিসাবে কাজ করে সুনাম অর্জন করছে।
পিরিতে করলো একি হাল””গানটির মিওজিক ভিডিও নির্মাণে ছিলেন “” এস এ সাকিল এবং ডিওপিতে ছিলেন “” সিপন ভাই এবং অভিনয় এ ছিলেন সাবিনা আক্তার
পিরেতে করলো একি হাল “” এই গানটি গেয়েছেন এবং লেখেছেন এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী এস এ আপন এবং মিউজিক করেছেন বর্তমান সময়ের সাড়া জাগানো সঙ্গীত পরিচালক এ এইচ তূর্য।
এ বিষয়ে ডিরেক্টর এবং অ্যাক্টর “” মেহেদি হাসান এর কাছে জানতে চাইলে সে বলেন, আপনাদের সকলের দোয়া এবং ভালো বাসাই এগিয়ে যেতে চাই এবং আগামী কিছুদিনে ভালো কিছু মিউজিক ভিডিও উপহার দিতে যাচ্ছি এবং আমার জন্য সকলে দোয়া করবেন আপনাদের ভালবাসা ও দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে পরিশেষে বাংলা গান শুনুন, দেখুন এবং বাংলা গানের সঙ্গে থাকুন -ধন্যবাদ।
Leave a Reply