মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ঐ যুবককে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক হলেন উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের মালঞ্চী ভাতকুন্ডু গ্রামের মৃত শচি সরকারের ছেলে সুমন সরকার (২৫)।
এজাহার সূত্রে জানা যায়, নিয়ামতপুর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম হোসেন অভিযান চালিয়ে শ্রীমন্তপুর ইউনিয়নের বরেন্দ্র বাজারের নাপিত হাটিতে এক বন্ধ দোকানের সামনে মাদকদ্রব্য বিক্রি করছে বলে জানতে পারে মাদকদ্রব্য ও আসামি ধরার অভিযানে থাকা পুলিশের একটি দল। পরে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরকে জানালে তিনি অভিযান পরিচালনা করতে বলেন। অভিযান পরিচালনা করে ঐ যুবককে গ্রেপ্তার করে।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঐ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাকৃত যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply