বিশেষ প্রতিনিধি, রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘটু গ্রামের আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি আত্মহত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল ২০২২) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে গোদাগাড়ী উপজেলার শহীদ ফিরোজ চত্বর (গোল চত্বর ) এলাকায় ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম গোদাগাড়ী,পবা ও জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম রাজশাহী, উপজেলা আদিবাসী পরিষদ ও জাতীয় আদিবাসী পরিষদের ব্যানারে এই মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
মানবন্ধন কর্মসূচি হতে অভিযুক্ত নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করা হয়।
ঘটনা সূত্র,ধানের ক্ষেতে সেচের পানি না পাওয়ায় অভিমান করে দুইজন আদিবাসী কৃষক গত ২৩ মার্চ বুধবার বিষপান করেন এই সময় অভিনাথ মার্ডি মারা গেলেও রবি মার্ডিকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) ১৬ ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Leave a Reply