সোহেল রানা রাজশাহী প্রতিনিধি
সিয়াম সাধনার মাস রমযানের শুরু থেকে শেষ পর্যন্ত রাজশাহী তানোর থানার মোড় ও গোল্লাপাড়া বাজারে আসা পথচারী ও দিনমজুরদের মাঝে ইফতার বিতারণ করা শরু করেছেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্যাক্তি আঃলীগ নেতা,তরুণের আইডল আলহাজ্ব আবুল বাশার সুজন যার কাজই হচ্ছে বিপদ গস্ত মানুষের পাশে থেকে সহযোগিতা করা।
তানোরে বিগত কয়েক বছর থেকে রমযান মাস এলেই দেখা মিলে এই ইফতার বিতারণ। শুধু তাই না দেশের দূর্যোগ মুহুর্তে করোনায় কর্মহীন অসহায় হতদরিদ্রদের পরিবারের মাঝে সরকারের পাশাপাশি নিজস্ব তহবিল থেকে তানোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ এবং করোনা পরিস্থিতি মোকাবিলায় তিনি মানুষের হৃদয় স্পর্শ করেছেন।
আজ প্রথম রমযান বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় আজ থেকে শুরু হয়েছে আবুল বাশার সুজনের পরিবারের পক্ষ থেকে তানোর থানার মোড়, গোল্লাপাড়া বাজার সহ পৌর এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে থাকা পথচারী ও বিভিন্ন পরিবহন চালকদেৱ মাঝে বিনামূল্যে ইফতার বিতারণ করা হয়েছে।
এবিষয়ে আবুল বাশার সুজন বলেন, ছিন্নমূল নিম্ন আয়ের মানুষ গুলো অনেক কষ্ট করে রোযা রেখে পেটের দায়ে সিএনজি, অটো, ভ্যান, নিয়ে রাস্তায় বের হয় রুজি রোজগারের আশায়,কখন যে ইফতারের সময় হয়ে আসে তারা বুঝতে পারে না আবার কেউ কেউ পরিবারের কথা ভেবে টাকা দিয়ে ভালো ইফতার করেনা মূলত তাদের জন্যই আমার পরিবারের পক্ষ থেকে ইফতার বিতারণ করা হয়। তিনি আরো বলেন, ভাসমান অটো চালক, ভ্যান চালক,পথচারী মানুষ গুলো এক পেকেট ইফতারি হাতে পেয়ে তাদের যে হাসি মাখা মুখটি আগের বছর গুলোতে দেখেছি তাতেই আমার আত্ম তৃপ্তী পায়। শুধু ইফতারি না আমি যতদিন বেঁচে থাকবো সাধারণ মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।
Leave a Reply