মোঃ ফারুক হোসেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। সূর্যদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্থম্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। শনিবার (২৬ মার্চ) সকাল ৮টার দিকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সূর্যদয়ের পরে পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খান, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আ.লীগের সহ-সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. দুরুল হুদা, জেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল হুদা অলক,দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন, জেলা স্বাচিবের সাধারণ সম্পাদক ডাঃনাহিদ ইসলাম মুন সহ আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply