মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে শ্রাবনী আক্তার চাঁদনী (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। সোমবার সকাল ৯.০০ ঘটিকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলা সদরের কোঁচপাড়ার হিন্দু পাড়া গ্রামের হাবিবুর রহমান শেখের মেয়ে।
স্হানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পুকুরে গোসল করে নিজ বাড়ি থেকে পাশ্বেই দাদার বাড়িতে যায়। কিছুক্ষণ পর তার ছোট বোন এসে খবর দেয় শ্রাবনী গলায় ফাঁস দিয়েছে। পরে নিয়ামতপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
শ্রাবণী আক্তারের মা খাদিজা আক্তার জানান, মেয়েটা ছোট থেকেই দুষ্টু প্রকৃতির। সকালে পুকুরে গোসল সেরে দাদার বাড়ি যাবে বললে নিষেধ করলেও চলে যায়। কিছুক্ষণ পর খবর আসে গলায় ফাঁস দিয়েছে। দৌড়ে গিয়ে দেখি আমার শশুরের গোয়াল ঘরে বাঁশের সাথে দড়ি পেঁচিয়ে ঝুলে রয়েছে।
শ্রাবনী আক্তারের বাবা হাবিবুর রহমান বলেন, আমি বাড়ির কাজের উদ্দেশ্যে ফসলের মাঠে গিয়ে কাজ শুরু করেছি। এমন সময় বাড়ি থেকে ফোন করে দ্রুত বাড়ি আসতে বললে দৌড়ে বাড়ি ফিরে আসি। এসে দেখি আমার মেয়ে গলায় ফাঁস দিয়েছে। তিনি আরও বলেন, আমার মেয়ের সাথে কথা কথা-কাটাকাটি নেই, যখন যা চাই দেওয়া হয়। কিন্তু কি কারণে এমন ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছি না। মেয়েটি নিয়ামতপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেণিতে পড়াশোনা করতো।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
Leave a Reply