নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলায়র ২নং চন্দননগর ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্যদের বিদায়, নবনির্বাচিত সদস্যদের বরণ, ১ম সভা ও মিলাদ মাহফিল-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
২০মার্চ রবিবার বেলা ১১ঘটিকায় ২নং চন্দননগর ইউনিয়ন পরিষদ কর্তৃক ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠানটির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ২নং চন্দননগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বদিউজ্জামান বদি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আঃ রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সোহরাব হোসেন, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, যুব ক্রিড়া বিষয়ক সম্পাদক ইউনুস আলী, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাতেম আলী দেওয়ান, ২নং চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোকছেদ আলী, ২নং চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিরাজ বর্মন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইয়ার আলী, ইউনিয়ন পরিষদের প্রাক্তন ও নবনির্বাচিত ইউপি সদস্যবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
চেয়ারম্যানসহ অতিথিগণ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্যদের এক সাথে কাজ করতে আহ্বান জানান।
বক্তৃতা শেষে চেয়ারম্যান ও অতিথিগণ ইউনিয়ন পরিষদের প্রাক্তন ও নবনির্বাচিত ইউপি সদস্যদের প্রত্যেকের হাতে সৌজন্য উপহার তুলে দেন।
Leave a Reply