মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদরে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ রাখার অপরাধে হাবিবা ট্রেডার্সের স্বত্বাধিকারী হুমায়ুন কবিরকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের হাবিবা ট্রেডার্সের গোডাউনে ২০ হাজার লিটার সয়াবিন তেলের মজুদ পাওয়া যায়। অবৈধভাবে মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে এ জরিমানা করা হয়।
হাবিবা ট্রেডার্সের স্বত্বাধিকারী হুমায়ুন কবির বলেন, আমার অনেক কাস্টমার রয়েছে যাদের কাছে প্রতিদিন তেল বিক্রি করতে হয়। মজুদ না থাকলে তাদের কাছে বিক্রি করার তেল পাব কোথায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, কিছু ব্যবসায়ী তেল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছিল। সুনির্দিষ্ট অভিযোগ থাকায় অভিযান পরিচালনা করি। এ অভিযান চলমান থাকবে।
Leave a Reply