মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে প্রথম দিনেই টিসিবি পণ্য নিতে দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে উপজেলার ৮ ইউনিয়নে ২১ হাজার ৭ শত ৭৬ জন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে পণ্য পাবে। টিসিবি পণ্যের মধ্যে তেল ২ কেজি, ডাল ২ কেজি, চিনি ২ কেজি। যার মূল্য ৪৬০ টাকা।
সরোজমিনে গিয়ে দেখা যায়, আজ ২০ মার্চ টিসিবি পণ্য বিক্রির প্রথম দিনে হাজিনগর ইউনিয়নে ৩ টি ট্রাকে করে পণ্য বিক্রি করতে দেখা যায়। পণ্য নিতে আসা অনেকে অভিযোগের সুরে বলেন প্রচন্ড রোদে দাঁড়িয়ে পণ্য নিতে হচ্ছে। হাজিনগর ইউনিয়নে ২৭ শত ২২ জন সুবিধাভোগী টিসিবি পণ্য পাবেন।
সাবৈল গ্রাম থেকে আসা সরস্বতী রানী বলেন, সকালে বাড়ি থেকে এসেছি। দুপুর হয়ে গেলেও এখনো পণ্য হাতে পায় নি। তারওপর প্রচন্ড রোদ। খুব কষ্ট হচ্ছে।
কুন্তইল গ্রাম থেকে আসা শামসুন্নাহার বলেন, কাজ ফেলে বাড়ি থেকে এসেছি। দীর্ঘ লাইন অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। কষ্ট হলেও নিতে হবে। গরীব মানুষের জন্য খুব উপকার হবে। তেল,ডাল, চিনি রাজ আগে পাওয়ায় ভালো লাগছে।
টিসিবি পণ্য বিতরণ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ট্যাগ অফিসার জাকির হোসেন প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রধানমন্ত্রীর দুরদর্শী সিদ্ধান্ত দেশের এক কোটি মানুষকে তিনি টিসিবির আওতায় নিয়ে এসেছেন। এ কার্যক্রমের সুফল সাধারণ জনগণ পাবে। এটি চলমান প্রক্রিয়া।
Leave a Reply