ডেস্ক রিপোর্ট:
বর্তমান ইউটিউব, টিকটক, ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম কাঁপানো তরুণ প্রজন্মের সবার প্রিয় শিল্পী “কে এইচ রিপন”।
একের পরে এক নতুন নতুন চমক দিয়ে আসছেন সবাইকে। বর্তমানে কালনাগিনী গান গেয়ে তিনি ব্যাপকভাবে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়াতে ।
“কে এইচ রিপন” শুধু বাংলাদেশে নয় ইন্ডিয়াতেও ব্যাপকভাবে পরিচিত লাভ করেছেন। এবং তার সঙ্গে বর্তমানে কয়েকটি বড় বড় ইউটিউব চ্যানেলে কাজও করছেন।
“আমার ভালো লাগে না” গানটি লিখেছেন বর্তমান সময়ে উদীয়মান গীতিকবি হামিদ খান এবং গানটিতে মিউজিক দিয়েছেন বর্তমান সময়ের সাড়া জাগানো সংগীত পরিচালক এইচ বি হাফিজ । গান রিলিজ হচ্ছে শুক্রবার সন্ধায় ৭:৩৩ মিনিটে “Rosinagunda” এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ।
“আমার ভালো লাগে না” গানটির মিউজিক ভিডিও নির্মানে ছিলো এসএম আল আমিন কবির ও ডিওপিতে ছিলেন এম কে মোশারফ। অভিয়নে ছিলেন এল কে লাবনি।
এই বিষয়ে মিউজিক ডিরেক্টর এইচ হাফিজ বলেন, কে এইচ রিপন গানটি খুবই ভালো গেয়েছে,গানটি খুবই ভালো হয়েছে আশা করি গানটি সকলের মনে জায়গা করে নিবে।
এ বিষয়ে কন্ঠশিল্পী ”কে এইচ রিপন” এর কাছে জানতে চাইলে সে বলেন, আপনাদের দোয়া ও ভালবাসায় আমার এর আগেও আমার কিছু গানে আপনাদের বেশ সাড়া পেয়েছি, এই গানটিতেও আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো গাইতে। গানটি বর্তমান প্রজন্মের জন্য করেছি। গান ও ভিডিও সহ ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি, সব কিছু মিলিয়ে ভালো কিছু উপহার দিতে যাচ্ছি । আমাদের জন্য সকলে দোয়া করবেন, আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে। পরিশেষে বাংলা গান শুনুন এবং শ্রদ্ধাতার সঙ্গে সাথে থাকুন (ধন্যবাদ)
Leave a Reply