মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরের ২নং চন্দননগর ইউনিয়নে আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ মঙ্গলবার বিকাল ৫ টার সময় বামইন স্কুল এন্ড কলেজ মাঠে ২নং চন্দননগর ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি শীষ মোহাম্মদের সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শীষ মোহাম্মদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ৫নং রসুলপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর।
উপস্থিত বক্তৃতায় বক্তাগণ বলেন, দলকে সুগঠিত করে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় মাননীয় খাদ্যমন্ত্রী নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপিকে পুনরায় নির্বাচিত করতে এক সাথে কাজ জন্য আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, ২নং চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চন্দননগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বদিউজ্জামান বদি, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আঃ রহমান, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের যুব ক্রিড়া বিষয়ক সম্পাদক ইউনুস আলী, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাতেম আলী দেওয়ান, ২নং চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোকছেদ আলী, ২নং চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিরাজ বর্মন, বামইন স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ আব্দুল মালেক, ২নং চন্দননগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আঃ রশিদ, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply