মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)- এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভ্লিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এ কর্মশালা প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারমান জনাব ফরিদ আহম্মেদ। এসময় সভায় উপস্থিত ছিলেন নিয়ামতপু সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল, এসডিএফ-এর আঞ্চলিক পরিচালক হেদায়েত উল্লাহ, নওগাঁ জেলার জেলা ব্যবস্থাপক শরিফুল আজাদ, আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল ইসলাম ও জেলা কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় বক্তারা বলেন, “রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভ্লিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই)” প্রজেক্ট বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রকল্প যা এসডিএফ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃজন, আর্থিক সহায়তার মাধ্যমে অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীতে আয়বর্ধনমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়তা, গ্রামে স্থায়ী ও টেকসই সংগঠন তৈরি, সুবিধাবঞ্চিত ও সহায়সম্বলহীনদের জন্য এককালীন অনুদান প্রদান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বেকার যুবদের কর্মসংস্থান, জীবিকা উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা প্রদান, কোভিড-১৯ মহামারীর ফলে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কুটির, ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের আর্থিক প্রণোদনা প্রদান এবং সর্বোপরি নারীর ক্ষমতায়নের লক্ষ্যে আগামী ৫ বছর নওগাঁ জেলাসহ বাংলাদেশের ২০টি জেলার ৩২০০ গ্রামে বাস্তবায়িত হবে। নিয়ামতপুর উপজেলায় নিয়ামতপুর, শ্রীমন্তপুর, ভাবিচা ও চন্দননগর ইউনিয়নের ৫০টি গ্রামে এই প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হবে। কর্মশালায় নিয়ামতপুর উপজেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ৩০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply