মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। আজ ১৫মার্চ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে “ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃমাহবুবুল আলম, অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, নিয়ামতপুর বাজার বণিক সমিতির সভাপতি হায়দার আলী প্রমূখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বাজার কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply