মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ নিয়ামতপুরের ২নং চন্দননগর ইউনিয়নে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জনাব বদিউজ্জামান বদির বিজয় উৎসবের অংশ হিসেবে রবিবার দুপুরে এক প্রীতি ভোজের আয়োজন করে কৃষ্ণপুর গ্রামবাসী। প্রীতিভোজ অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাতেম আলী দেওয়ান, অনুষ্ঠানটি প্রীতিভোজের হলেও গ্রামের প্রতিটি বাড়ির সদস্যদের ও ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ দলমত নির্বিশেষে সকলের অংশ গ্রহণে যেন এক মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান জনাব বদিউজ্জামান বদি। তিনি বলেন, আমি ইউনিয়নবাসীর কাছে কৃতজ্ঞ। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে ভালোবাসে পুনরায় আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে। আল্লাহর রহমতে তাদের ভালোবাসা নিয়ে আমি কাজের মাধ্যমে ইউনিয়নবাসীর পাশে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। আমি কাউকে আলাদা ভাবে ভাবিনা। সবার জন্য কাজ করার চেষ্টা করবো। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমি চন্দননগর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে এখনো তেমন কোনো কাজ আসেনি। তবে বর্তমান চেয়ারম্যান হিসেবে যেসব কাজ শুরু করে ছিলাম, সেগুলো সমাপ্ত করতে চাই। কৃষ্ণপুর গ্রামের রাস্তার বাঁকি কাজ ৫৫০ মিটার শুরু হবে। ছাতড়া গরু হাটে মাঠের পূর্ব পাশের কাজও আগামী এক মাসের মধ্যে শুরু হতে পারে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আঃ রহমান, বীর মুক্তিযোদ্ধা আলীমউদ্দীন, নিয়ামতপুর উপজেলার আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক ইউনুস আলী, চন্দননগর ইউনিয়নের সাধারণ সম্পাদক নিশিরাজ বর্মন, অত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, খোকা তালপুকুরিয়া।
গ্রামবাসীর পক্ষ থেকে হাতেম আলী দেওয়ানসহ প্রধান ও
বিশেষ অতিথিবৃন্দদের হাতে বিশেষ উপহার দেওয়া হয়।
Leave a Reply