মোঃ নাজমুল হক
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় আব্দুল মজিদ (৫০) নামের একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মারা গেছেন। শুক্রবার সকালে রাজশাহীর আমানা হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।
এ ঘটনায় এলাকা ও স্কুল পাড়ায় শোকের ছায়া নেমে আসে। নিহত শিক্ষক আব্দুল মজিদ উপজেলার নিয়ামতপুর সদর ইউনিয়নের বালিচাঁদ গ্রামের বাসিন্দা রমজান আলী মোল্লার ছেলে।
তিনি কুমারগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন। শিক্ষকের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান।
জানা গেছে, গত ৯মার্চ বুধবারে বিদ্যালয় ছুটি শেষে বিকাল সাড়ে চারটার দিকে একই মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিন শিক্ষক আব্দুল মজিদ, রায়হান ও মজিবুর রহমান। পথিমধ্যে পথকৈল বিদ্যালয়ের কাছাকাছি নূরপুর মোড়ে পৌঁছলে, পথকৈল বিদ্যালয়ের বাড়ি ফেরৎ শিক্ষার্থী রাস্তা পারাপারের সময় হঠাৎ তাদের মটরসাইকেলের সামনে এস পড়ে। ওই শিক্ষার্থীকে বাঁচাতে জোরে ব্রেক কষে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তারা। এতে সবাই আহত হলেও আব্দুল মজিদের পা ভেঙ্গে যায় ও মাথায় গুরুতর আঘাত পান তিনি। এ ঘটনায় স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় আব্দুল মজিদকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।
নিহত শিক্ষকের স্বজনরা জানান, বুধবার বিকালে সড়ক দূর্ঘটনার পর প্রথমে তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঐদিন রাতেই রাজশাহীর আমানা হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান।
Leave a Reply