মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
“মুজিববর্ষের সফলতা , দুর্যোগপ্রস্তুতিতে গতিশীলতা”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া এবং আলোচনা সভার মধ্য দিয়ে নিয়ামতপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নিয়ামতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ল্যাবরেটরী স্কুল মাঠে এই মহড়া প্রর্দশন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, বিএমডিএ সহকারী প্রকৌশলী মতিউর রহমান, আইসিটি অফিসার রাসেল রানা, এলজিইডি উপ সহকারী প্রকৌশলী বজলুর রশিদ, একাডেমিক সুপার ভাইজার জাকির হোসেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান প্রমূখ।
সভায় বক্তারা দুর্যোগ মোকাবেলায় বিশেষ করে বন্যা ও আগুন লাগলে আতঙ্কিত না হয়ে করণীয় সম্পর্কে সকলকে অবহিত করেন এবং তা থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে সকলকে মহড়া প্রদর্শনের মাধ্যমে ধারণা প্রদান করেন।
Leave a Reply