জিয়াউর রহমান জিতু
২০১৪ সালের ৯ মার্চ বাংলাদেশ কমেডি ক্লাব নামে একটি কমেডি ক্লাব তৈরী করেন ক্লাবটির প্রতিষ্ঠাতা ভারতের জনপ্রিয় কমেডি রিশেলিটি শো মীরাক্কেল সিজন৬ এর চ্যাম্পিয়ান আবু হেনা রনি। যেখানে শুধুমাত্র কমেডি চর্চা হয়। মানুষকে কিভাবে হাসানো যায় এবং নতুন নতুন জোকস তৈরীর কৌশল।
শুধুমাত্র এখানেই থেমে থেমে থাকেনি এক ঝাঁক তরুনের কমেডি চর্চা। বাংলাদেশ কমেডি ক্লাব সারাদেশে ভিন্ন ভিন্ন জেলায় সৃষ্টি করেছে সর্বমোট ৩৫ টি কমেডি ক্লাব। সারা দেশের অসংখ্যা তরুন তরুনীরা মানুষের হাসির খোরাক হয়ে আবু হেনা রনির নির্দেশে চর্চা করে যাচ্ছেন কমেডি শিল্প।
ক্লাবটির প্রতিষ্ঠাতা আবু হেনা রনি বলেন, আজ আমার প্রাণ প্রিয় বাংলাদেশ কমেডি ক্লাব এর ৮ম তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকের দিনটি সত্যি আনন্দের। দেশের আনাচে কানাচে থেকে আমরা অভূতপূর্ব সাড়া পেলাম। তারপর একে একে ৪৪টি জেলাতে এবং ২ বিশ্ববিদ্যালয় ও ২টি কলেজে আমরা কমেডি ক্লাব গড়ে তুললাম। ক্লাব গুলোতে নিয়মিত মিট আপ ও স্ট্যান্ড আপ কমেডি চর্চা সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করেছে। যার মধ্য দিয়ে অনেক কমেডিয়ান তৈরী হয়েছে। যারা দেশে এবং দেশের বাহিরে অনন্য প্রশংসার সাথে স্ট্যান্ড আপ কমেডি পারফর্ম করছেন। ক্লাবগুলোতে পারফর্মার তৈরীর পাশাপাশি সংগঠকও তৈরী হচ্ছে যারা ক্লাবের হাল ধরে আছেন। ২০১৭ সালে ৩৫টি জেলার ক্লাব প্রতিনিধিদের অংশগ্রহণে ১ম জাতীয় কাউন্সিল করা হয়। করোনা মহামারীতে যাত্রা পথে কিছুটা ভাটা পড়েছে, কাজের ছন্দ পতন ঘটেছে এবং দ্রুত সবকিছু গুছিয়ে পুরো উদ্যোমে কাজের গতি ফিরিয়ে আনার আশা ব্যক্ত করেন আবু হেনা রনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ কমেডি ক্লাব ২০২২ সালে অনেক গুলি কর্মসূচি গ্রহণ করেছে৷ যাত্রা পথে সাইফুর রহমান সাইফুল ভাই ও সাকি ভায়ের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। আরো অনেকের ভূমিকা ও দায়িত্ব রয়েছে সবার কথা না লিখলেও মনের মধ্যে গেঁথে আছে সবার জন্য ভালোবাসা ।
Leave a Reply