মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
৮মার্চ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“ টেকশই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন ও নাদিরা বেগম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কিশোর কিশোরী ক্লাব, এনজিও কর্মী প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা মনোমুগ্ধকর গান ও আবৃতি পরিবেশন করেন।
Leave a Reply