মঞ্জুর লিটন বরিশাল জেলা প্রতিনিধি
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আজ ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা কর্মকর্তার অফিস এর আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ ভবন সম্মুখে হতে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বাহির হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সুকান্ত আব্দুল্লাহ হলরুমের সামনে এসে শেষ হয়। এরপর সুকান্ত আব্দুল্লাহ হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হাশেম সাহেব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইস সেরনিয়াবাত, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) নেহের নিগার তনু, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাজহারুল ইসলাম সুমন, আনসার ও ভিডিপি কর্মকর্তা আয়েশা সুলতানা, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাস, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও ও নারী অধিকার নেতৃবৃন্দ , আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য গণ, মানবাধিকার কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা শেষে উক্ত দিবসের তাৎপর্য উপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply