ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের আফরোজ খান মডেল স্কুলে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ ই মার্চ পালন করা হয়েছে।
আজ সোমবার (৭ই মার্চ) সকাল ১১টায় আফরোজ খান মডেল স্কুলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আফরোজ উদ্দিন খান আফরোজ স্যার।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিজুল হকসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন অত্র প্রতিষ্ঠানের বাংলা বিভাগের সহকারী শিক্ষক মোঃ আফজাল হোসেন।
মোঃ সেলিম হায়দার খান স্যারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক স্যার।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আফরোজ উদ্দিন খান স্যার।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আফরোজ উদ্দিন খান স্যার পাকিস্তানের নিপিড়ন আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ভাষণ নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
স্বাধীনতা যুদ্ধের বীর শহীদের আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply