মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্হ ৫১২ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১০.৩০ মিনিটে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক এর সহযোগিতায় গণস্বাক্ষরতা অভিযান ও বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(বিডিও) আয়োজনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নিয়ামতপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সাদেকুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
আলোচনা সভা শেষে উপকার ভোগীদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন অতিথিরা।
খাদ্য সহায়তার মধ্যে চাল ১০কেজি, ডাল ৫কেজি, আটা ৩কেজি, লবন ১কেজি, চিনি ১কেজি ও তেল ১লিটার ছিল।
আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(বিডিও) পরিচালক আখতার হোসেন, প্রজেক্ট ম্যানেজার নাজমুল ইসলাম প্রমূখ।
Leave a Reply