বরিশাল জেলা প্রতিনিধি
আগৈলঝাড়া প্রতিপক্ষের হামলায় নারীসহ দুইজন আহত হয়েছে।
জানা যায় বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের নুরুল হক হাওলাদার এর সাথে নুরমোহাম্মদ হাওলাদারের দীর্ঘদিন যাবৎ সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব ছিল। এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ কয়েকবার সালিশের মাধ্যমে সম্পত্তি ভাগাভাগি করে দিলেও প্রতিপক্ষ নূর মোহাম্মদ হাওলাদার সমাজের কারো কথার কর্ণপাত না করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে নুরুল হক হাওলাদারকে হুমকি-ধমকি দিয়ে আসছিল এবং উক্ত সম্পত্তি জোর করে ভোগ দখল করে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিত ভাবে নুরুল হক হাওলাদার এর ওপর নূর মোহাম্মদ হাওলাদার, তার ছেলে রবিউল ও নাতি আকাশ হামলা চালায়। নুরুল হক হাওলাদার কে বাঁচাতে এলে তার ছোট ভাইয়ের বউ ময়না বেগম এর উপর উপর্যুপরি হামলা চালায়। মুমূর্ষ অবস্থায় দুজনকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত ময়না বেগম সাংবাদিকদের জানায় দীর্ঘদিন যাবৎ তাদের বিভিন্ন প্রকার হয়রানি ও হুমকি-ধমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় এ হামলা চালায়। নুরুল হক হাওলাদার কে প্রাণনাশের চেষ্টা চালায়। তাকে বাঁচাতে গেলে তার ওপরও হামলা চালায়। নুরুল হক হাওলাদার অজ্ঞান হয়ে গেলে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ময়না বেগম আরো জানায় হামলাটি ছিল পূর্বপরিকল্পিত। হামলার সময় নূরুল হকের কাছে থাকা বেশ কিছু টাকা পয়সা নিয়ে যায়। তিনি আরো জানান নূর মোহাম্মদ হাওলাদারের সাথে তার ছেলে রবিউল ও নাতি আকাশ ছিল।
ময়না বেগম আরো জানায় তাদের অভিভাবকদের সাথে কথা বলে শীঘ্রই মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
Leave a Reply