মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আওয়ামী লীগের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, সহ-সভাপতি কামাল সরকারসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকবৃন্দ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
মাসিক সভায় আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন বক্তারা। এছাড়া উপজেলা আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply