নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে প্রেস ক্লাবের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় হতে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) দুঃস্থ ও অসহায় ৫০ জনের মাঝে বিতরণ করা হয়েছে। আজ ২ মার্চ বুধবার বিকাল ৪.৩০টায় প্রেস ক্লাব প্রাংঙ্গনে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
নিয়ামতপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান শাজুর সভাপতিত্বে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান।
আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, নাইম রেজা, রুহুল আমীন শেখ, নাজমুল হক, নারী সদস্য রওসন আরা বৃষ্টি, এস এম শাহ আলম, জামিনুর রহমানসহ সকল সদস্যবৃন্দ।
Leave a Reply