মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নিয়ামতপুরে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১মার্চ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বীমা দিবসের আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ এবং বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম ও জেলা আওয়ামী লীগ সদস্য আবেদ হোসেন মিলন প্রমূখ।
নিয়ামতপুর উপজেলা পরিষদ কর্তৃক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বিমার ওপর গুরুত্ব ও বীমার টাকা সঠিকভাবে ফেরত পেতে যেন বিড়ম্বনার শিকার হতে না হয় সে বিষয়ে আলোকপাত করেন।
আলোচনা সভা শেষে বীমা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও তিনজনের মাঝে বীমার চেক হস্তান্তর করা হয়।
Leave a Reply