মোঃ নাজমুল হক
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ওয়ার্ড পর্যায়ে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১মার্চ মঙ্গলবারে ২নং চন্দননগর ইউনিয়ন পরিষদ কর্তৃক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রতিটি ওয়ার্ড পর্যায়ের মুক্তিযুদ্ধাগণ স্ব স্ব ওয়ার্ডের সভায় উপস্থিত থেকে সভাপতিত্ব ও প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন।
৯নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা আলীমউদ্দনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইয়ার আলী এবং আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড পর্যায়ের যুবলীগের সকল নেতাকর্মী।
Leave a Reply