সোহেল রানা রাজশাহী প্রতিনিধি
রাজশাহী তানোর পৌর সদরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ‘মুসালিন অটো ইঞ্জিনিয়ারিং ওয়াকসপ’নামে১টি ব্যবসা প্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার দিবাগত রাতে অনুমানিক ২.৩০ মিনিটে দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে,
মুসালিন অটো ইঞ্জিনিয়ারিং ওয়াকসপের প্রোপাইটর ফারুক হোসেন জানান,কে বা কারা আমার ওয়াকসপে আগুন দিয়েছে আমার দোকান ঘরে থাকা প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা মালামাল ও মিসিং পুড়ে ছাই হয়েগেছে। তবে আমার পুরা পুরি সন্দেহ হয় মার্কেট মালিকের ওপর কারন আমার মার্কেট মালিক তানজিম হোসেন কয়েক দিন যাবত আমার সাথে খুব খারাপ আচারন করছেন আমার এই দোকান ঘর ব্যপারে তার সাথে ৩ বছরের ডিট করা থাকলেও সে দোকান ঘর থেকে বের হয়ে যেতে বলে,,এমন কি আমাকে রাস্তা ঘাটে অপমান অপদস্ত করেছে ওনেক বার এলাকার মানুষ এই ঘটনার সাক্ষী আছে এমনকি আমি যাতে ওয়াকসপ না চালাতে পারি যে জন্য আমার দোকানের সামনে,বালু ও বড় বড় গাছের গুল রেখে দিত আমার মনে হয় মার্কেট মালিক তানজিম হোসেন তার লোকজন দিয়ে আমার দোকানে আগুন দিয়েছে,,,,এদিকে পুড়ে যাওয়া দোকান ঘর নিয়ে ফারুক হোসেন পড়েছে বিপাকে, তার দুটি সন্তান ও পরিবার নিয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরছে, ফারুকের এই ব্যাবসা প্রতিষ্ঠান থেকেই তার সংসার চলতো বলে জানান তিনি।
তবে তানোর ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারনা শটসার্কেটে আগুন টি লেগেছে।
এবিষয়ে অভিযোগ অশিকার করে তানজিম হোসেন বলেন ওই রাতে আমি তানোর ছিলাম না।
Leave a Reply