মোঃ নাজমুল হক সেলিম
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
২৬ ফেব্রুয়ারী সারাদেশে এক যোগে গণটিকা প্রদান করে বাংলাদেশ সরকার। সারাদেশে ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও করোনা ভাইরাসের প্রথম ডোজের গণটিকা স্বতঃস্ফূর্তভাবে নিয়েছে জনগণ। এ নিয়ে উপস্থিত জনগণের তেমন কোন অভিযোগ পাওয়া না গেলেও অনেকের মুখে ছিল না মাস্ক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গণটিকা কার্যক্রম সফল করতে উপজেলার ৮ টি ইউনিয়নে কেন্দ্র, স্হায়ী ৬টি কেন্দ্রে, ভ্রাম্রমান ৫টি এবং ছোট বাচ্চাদের জন্য ১ টি কেন্দ্রসহ মোট ৩৭ টি কেন্দ্রে গণটিকা দেওয়া হয়েছে।
সরোজমিনে উপজেলার রসুলপুর ইউনিয়নে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময় সকাল ৯.০০ ঘটিকার আগেই অনেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন।
রসুলপুর গ্রামের মাসুদ বলেন, টিকা নিব নিব করে নেওয়া হয়নি। এখন না নিলে আর টিকা নেওয়া যাবে না তাই টিকা নিতে লাইনে দাঁড়িয়েছি।
চন্দননগর ইউনিয়নে গিয়েও একই চিত্র দেখা যায়, ভোট দেওয়ার মত করে নারী ও পুরুষ আলাদা লাইনে দাঁড়িয়েছে টিকা নেওয়ার জন্য। ছাতড়া উচ্চ বিদ্যালয়ে লাইনে দাঁড়ানো আবু বক্কর বলেন, দীর্ঘদিন ধরে কাজের জন্য চট্টগ্রামে ছিলাম, তাই টিকা নেওয়া হয়নি। বাড়িতে থাকাই টিকা নিতে এসেছি।
উপজেলার সদর ইউনিয়নে সাংশৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা নিতে আসা শামসুন্নাহার বলেন, টিকা নিতে ভয় ছিল। তাছাড়া এখন টিকা না নিলে নাকি আর পাওয়া যাবে না, তাই টিকা নিতে এসেছি। টিকা নেওয়ার পরে অনুভূতি কেমন জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, যে ভয় ছিল টিকা নিতে নেয়ার পর তা কেটে গেল। দ্বিতীয় ডোজ নিতে আর সমস্যা হবে না।
নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম বলেন, করোনার টিকা প্রদান শুরু থেকে মানুষের মাঝে যে ভয় ছিল তা আস্তে কেটে গেছে। তারপরও কিছু মানুষ বুঝতে না পারায় টিকা নিতে পারে নি। গণটিকায় মানুষ সাড়া দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুব উল আলম বলেন, গণটিকা কার্যক্রমে উপজেলায় ৩৭ টি কেন্দ্রে টিকা দেওয়া হয়েছে। গণটিকায় শনিবার প্রায় ১৫ হাজার টিকা দেওয়া হয়েছে। আজকের আগে উপজেলায় ১ লক্ষ ৮৫ হাজার ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছে। আগে ও গণটিকার পর উপজেলার ৭০ ভাগ মানুষকে টিকার আওতায় নেওয়া সম্ভব হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, গণটিকা উপলক্ষে উপজেলার বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেছি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, মানুষের মাঝে টিকা নেওয়ার প্রবণতা বেড়েছে। গণটিকা কার্যক্রমে মানুষের উপস্থিতি কার্যক্রমকে আরও সফল করেছে।
Leave a Reply