মোঃ নাজমুল হক সেলিম
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে ২৬ ফেব্রুয়ারী শনিবার বৈকালে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলার পুলিশ সুপার আবদুল মান্নান (বিপিএম)।
তিনি তার বক্তব্যে বলেন, দেশে ঐক্যবদ্ধ সমাজ গড়তে মাদক, জঙ্গি, সন্ত্রাসমুক্ত করতে বিট পুলিশিংয়ের কোন বিকল্প নেই। তিনি আরও বলেন, সব দেশেই বিট পুলিশিং আছে। জনগণের কষ্ট নিরসন করতে পুলিশ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বুলু, নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম, পুলিশ উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন, জহিরুল ইসলাম, মজিবর রহমান প্রমূখ।
Leave a Reply