মোঃ নাজমুল হক সেলিম
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারে হাজারও মানুষের ঢল নামে।
রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন নওগাঁ-১ আসনের সাংসদ মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির পক্ষে আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বিএনপি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাগণ ও নিয়ামতপুর প্রেসক্লাব শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
দিবসটি উপলক্ষে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকালে আলোচনা সভার আয়োজন করে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। কিশোর কিশোরীদের রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে। সকাল ১১.০০ ঘটিকায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রমূখ।
আলোচনা সভা শেষে সকল ভাষা শহীদদের জন্য দোয়া করা হয় এবং প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply