-
- সারা দেশ
- একদফা দাবীতে চাঁপাইনবাবগঞ্জ বিএনপির পদযাত্রা
- আপডেট টাইম : আগস্ট, ২০, ২০২৩, ১০:৩০ পূর্বাহ্ণ
- 106 বার পঠিত
মোঃফারুক হোসেন :
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তাঁর উন্নত চিকিৎসার দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯আগাস্ট) বিকেলে জেলা বিএনপির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ শহরের সন্ধ্যা কমিউনিটি হল সেন্টারের সামনে থেকে মহানন্দা বাসস্ট্যান্ড এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয় পদযাত্রা। এতে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
পদযাত্রার আগে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জেলা শহরের সন্ধ্যা কমিউনিটি হল সেন্টারের সামনে এসে জড়ো হতে থাকে। পরে সেখানে একটি সংক্ষিপ্ত পদসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তাঁর উন্নত চিকিৎসার দাবি করেন। বক্তারা আরও বলেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। তাই তাকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যথায় জনগণকে সাথে নিয়ে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।এ সময় দ্রব্যমূলের উদ্যগতি নিয়েও সরকারকে দায়ী করেন বক্তারা।
জেলা বিএনপির আহাব্বয়ক গোলাম জাকারিয়া সভাপতিত্বে, বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র মাওঃ আব্দুল মতিন, জেলা বিএনপির সদস্য- এনায়েত করিম তোকি, জেলা বিএনপির সদস্য- আব্দুস সালাম, ভোলাহাট উপজেলা বিএনপির সদস্য সচিব- খিজির হায়াত মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি- মোঃ হাসান ইমতিয়াজ, ছাত্রদলের আহ্বায়ক- ইউসুফ রাজা সহ অনেকে।
এই ক্যাটাগরীর আরো খবর
Leave a Reply