দেলোয়ার হোসেন সোহেল নিজস্ব প্রতিবেদক
রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামকে শ্রেষ্ঠ অফিসার হিসাবে নির্বাচিত করেছেন জেলা পুলিশ।
১২ জুলাই জেলা পুলিশ অফিসের ডিল সেটে মাসিক কল্যাণ সভার অনুষ্ঠানে চলতি বছরের জুন মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে কামরুল ইসলামকে সম্মাননা সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম( বার)।
ইতিমধ্যেই গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ তরুণ,স্মার্ট, সৎ কামরুল ইসলাম পুলিশের সুনাম রক্ষায় ইতিমধ্যেই বিভিন্ন কর্মকান্ডে প্রশংসায় ভাসছেন জেলা পুলিশ বাহিনীর মাঝে।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি প্রথমেই কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম বারকে।
পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন জেলা পুলিশ সুপার(অতিরিক্ত) সনাতন চক্রবর্তী ও গোদাগাড়ী সার্কেলের সহকারি পুলিশ সুপার সোহেল রানাসহ জেলার সকল সিনিয়র পুলিশ কর্মকর্তাকে।
প্রেমতলী ও কাঁকনহাট তদন্তকেন্দ্র নিয়ে গঠিত গোদাগাড়ী মডেল থানা তদন্তকেন্দ্র ও থানার সকল সহকর্মীদের মাঝে সম্মাননা ও আর্থিক পুরস্কার উৎসর্গ করে তিনি আরো বলেন সকলের অক্লান্ত পরিশ্রমের ফল এই পুরস্কার। আগামীতে এর ধারাবাহিক বজায় রাখতে প্রিয় সহকর্মীদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ওসি কামরুল ইসলাম।
Leave a Reply