স্টাফ রিপোর্টার- এস আর সাকিল
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বীরজোয়ানে নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই ট্রলি খাদে পড়ে যায় ।
সরজমিনে গিয়ে জানা যায়, রাজবাড়ি বাজারের ধান ব্যবসায়ী আবু সাঈদ এর ১১২ মন ধান নিয়ে রহনপুর বাজার যাওয়ার উদ্দ্যেশে ট্রলিটি রওনা হয় । রাজবাড়ি থেকে রওনা দেওয়ার পর বীরজোয়ন বাজার পার হয়ে একটা ব্রিজ এর পাশে ভাঙ্গা যায়গাতে চাকা পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে ।
স্থানীয়রা বলেন , ঠিকাদারের লোকজন নিম্নমানের পিচের কার্পেটিংয়ের কাজ করেছে যা অনেক জায়গাতে উঠে যাচ্ছে বা ভেঙ্গে যাচ্ছে । আর তাছাড়া মাঝেমধ্যে এই ব্রিজের কাছে গাড়ি দুর্ঘটনা ঘটে ।
Leave a Reply