চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে চাঁপাই ফুড ক্লাবের মালিক মোঃ আব্দুল বারীর টাকা ছিনতাইতো দুরের কথা তাকে মারধরও করা হয়নি বলে দাবি করেছেন প্রতিপক্ষ ব্যবসায়ী আবু সাঈদ নয়ন সাংবাদিক সম্মেলনে।
আজ বুধবার দুপুরে শহরের হুজরাপুর এলাকায় নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ব্যবসায়ী আব্দুল বারীর ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটে সাবেক রাঁধুনী হোটেলের ভবনটির বৈধ মালিক তিনি। কিন্তু গতকাল মঙ্গলবার সকালে চাঁপাই ফুড ক্লাবের মালিক আব্দুল বারী সেটির তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ছোট ছোট দোকান ঘর তৈরী করার চেষ্টা করছিল। সেসময় ঘটনাস্থলে গিয়ে অবৈধ কাজ বন্ধ করে আবারও মুলগেটে তালা দিয়ে চলে আসি। পরে বিকেলের দিকে আবারও আব্দুল বারী লোকজন নিয়ে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে কাজ শুরু করে। খবরটি পেয়ে তিনি আবারও সেখানে গেলে অবৈধ দখলদার আব্দুল বারী তাকে সহ তার এক সহযোগিকে মারধর করে আহত করে। কিন্তু বিষয়টি অন্যদিকে প্রবাহিত করার জন্য ওইদিন সংবাদ সম্মেলন করে আব্দুল বারীকে মারধরসহ তার ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন ভবনের মালিক ব্যবসায়ী আবু সাঈদ নয়ন। এঘটনায় তিনি রাতেই সদর মডেল থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিসমিল্লাহ গার্মেন্টসের মালিক আব্দুর রহমান ও রবিউল ইসলাম রুবেল।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় মারধর করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলন করেন ক্লাব সুপার মার্কেটে অবস্থিত চাঁপাই ফুড ক্লাবের মালিক মোঃ আব্দুল বারী।
Leave a Reply