মোঃ নাজমুল হক সেলিম
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২২ এর আয়োজন করা হয়। ১৬ফেব্রুয়ারী বুধবার উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক এই আয়োজন করা হয়। উপজেলা প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২২ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। তিনি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা সরকারই পেরেছে দেশে খাদ্য ও আমিষের অভাব দূর করতে। তাছাড়া সহজ শর্তে লোন, ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করে আজ সকল খামারিদের সহায়তা করেছে সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আাল মামুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সকল সরকারি দপ্তরের প্রধানগণ, উপজেলার ৮ টি ইউনিয়নের সকল চেয়ারম্যানগণ ও স্থানীয় নেতৃবৃন্দ প্রমূখ।
Leave a Reply