শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেত্রী ও আগামী সংসদ নির্বাচনে ময়মনসিংহ – ৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিমা বেগম সালমার নেতৃত্ব দিনভর বিভিন্ন কর্মসূচি পরিলক্ষিত হয়।
আজ শুক্রবার (১৭ মার্চ) সকালে শহরের পশ্চিম বাজারে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সেলিমা বেগম সালমার নেতৃত্বে পতাকা উত্তোলনে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার, ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল সহ মহিলা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা। পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় কার্যালয় এলাকা। একে অপরকে কেক খাইয়ে আনন্দে মেতে উঠেন উপস্থিতরা। এর আগে সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য সিরাজদৌলা মঞ্জুর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনায় বক্তব্য রাখেন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেত্রী সেলিমা বেগম সালমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল ও পৌর যুবলীগ নেতা শরিফ আহমেদ প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে দলীয় কার্যালয় থেকে সেলিমা বেগম সালমার নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্মৃতিসৌধে এসে হয়। পরে নেতৃবৃন্দরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে সেলিমা বেগম সালমা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই বাংলাদেশের সৃষ্টি হতো না। বঙ্গবন্ধুর স্বপ্নের ফলাফল স্বরূপ আজকের এই সোনার বাংলাদেশ। বিএনপি সরকারের সময় ব্যপক দুর্নীতি হয়েছে উল্লেখ করে সেলিমা বেগম বলেন, তারেক জিয়া বিদ্যুতের নামে খাম্বা দিয়ে বিদেশে টাকা পাচার করেছিলো। বিএনপি সরকারে থাকা অবস্থায় খালেদা জিয়া ও তারেক জিয়া সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলো বলেও মন্তব্য করেন সালমা। গত ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মানুষের ভাগ্য উন্নয়নে কাজ শুরু করেছে। সালমা বলেন, গড়ে গড়ে বিদ্যুৎ পৌছে দিয়েছে এই সরকার। কৃষকের সারের দাম কমানো হয়েছে। বর্তমান বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাচ্চাদের হাতে নতুন বই। বিনা বেতন লেখাপড়া সুযোগ সহ বিভিন্ন বৃত্তি ভাতা ব্যাবস্থা চালু করেছে আওয়ামী লীগ সরকার। সালমা বলেন, দেশের উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তাই আসন্ন নির্বাচনে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন তিনি। শেখ হাসিনা চাইলে আগামী নির্বাচনে এই আসনে নৌকা প্রতিকে সংসদ সদস্য প্রার্থী হবেন বলেও জানান সেলিমা বেগম সালমা।
Leave a Reply