শহিদুল ইসলাম ময়মনসিংহ প্রতিনিধিঃ
আজ (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস । ময়মনসিংহ নগরির আফরোজ খান মডেল স্কুলে যথাযোগ্য মর্যাদায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ই মার্চ) সকাল ৭.৩০মিনিটে আফরোজ খান মডেল স্কুলের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান স্যার এবং প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক স্যারের নেতৃত্বে র্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষিকাসহ ও ছাত্রছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আফরোজ উদ্দিন খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিজুল হকসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
মোঃ সেলিম হায়দার খান স্যারের সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আফরোজ উদ্দিন খান স্যার, প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক স্যার। আলোচনা শেষে জাতির পিতার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং স্বাধীনতা যুদ্ধের বীর শহীদের আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply