শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধি :
আগামী ১১ মার্চ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা ময়মনসিংহে আগমন উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলায় সালমার নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১লা মার্চ) রাতে ফুলবাড়ীয়া উপজেলার পৌর এলাকায় এ মিছিলের আয়োজন করেন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেত্রী,ফুলবাড়িয়ার গণমানুষের নেত্রী সেলিমা বেগম সালমা। মিছিলটি পৌর শহরের পশ্চিম বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্মৃতিসৌধে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় আনন্দ মিছিলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও পৌর ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের শতশত কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মিছিলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন শ্লোগান দেন নেতৃবৃন্দরা।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে সেলিমা বেগম সালমা বলেন- বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আগমনে ফুলবাড়ীয়া উপজেলা বাসী উচ্ছাসিত। ফুলবাড়ীয়া থেকে আওয়ামী লীগের সমর্থকরা প্রধানমন্ত্রীকে লাল গোলাপের শুভেচ্ছা জানাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
Leave a Reply