২৪-২-২০২৩ইং
নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রাইভেট কার ও ভ্যান মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৫জন আহত হয়েছে। নিহত ও আহতরা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা বলে জানাগেছে।
নাচোল হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, আজ ২৪শে ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৭টা সময় নেজাপুর ইউনিয়নের ফুলকুড়ি পচা কান্দর নামক স্থানে প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ দূর্ঘটনা ঘটে। এতে ১জন নিহত হয় ও ৫জন আহত হয়। নিহত ব্যক্তি সদর উপজেলার টিকরামপুর এলাকার মৃত আকরামের ছেলে আঃ মান্নান(৪৮)। আহতরা হলেন,চর ইসলামাবাদ গ্রামের মৃত ইলিয়াস এর ছেলে হুমায়ুন কবির (৪৫) হাইউল এর ছেল সালমা খাতুন (১৭),হুমায়ন কবির মেয়ে ফাতেমা খাতুন (১৬)সাং-টিকরাম পুর গ্রামেরআঃ মান্নান
মরিয়ম খাতুন ( ১৫) আঃ মান্নান স্ত্রী মোসাঃ সুলেখা খাতুন (৩৬)।
Leave a Reply