সোহেল রানা নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলার বাগাতিপাড়া মডেল থানার চৌকস পুলিশ টিমের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলামের দিকনির্দেশনায় থানার চৌকস অফিসার এ এস আই শরিকুল ইসলাম শরীফ ও সঙ্গীয় ফোর্সসহ ২১ ফেব্রুয়ারী বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামী রেখা বেগম(৪৭) আটক করা হয়েছে।
আটককৃত আসামী রেখা বসুপাড়া গ্রামের আবুল কালামের স্ত্রী
আটককৃত রেখার বিরুদ্ধে একই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে হাসান আলী বিজ্ঞ আদালতে ২০২১ সালে চেক জালিয়াতির মামলা দায়ের করিলে,উক্ত চেকের ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানাসহ সাজা ভোগের আদেশ প্রদান করেন আদালত। এরপর থেকেই আসামী আত্নগোপনে ছিলো বলে জানা যায়।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম মুঠোফোনে জানান গ্রেফতারকৃত আসামীকে ২২ ফেব্রুয়ারী প্রয়োজনীয় পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply