সোহেল রানা নিজস্ব প্রতিবেদক
সারা দেশের অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বীর নিবাসের শুভ উদ্বোধন করা হয়েছে।
তানোর উপজেলা প্রকল্পের অধীনে তানোর উপজেলার ৬ জন বীর মুক্তিযোদ্ধা বাসস্থান হিসেবে পেলেন ‘বীর নিবাস'(বাড়ি)
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ১৫ ফেব্রুয়ারি তানোর উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের বাসস্থান বীর নিবাসের চাবি হস্তান্তের আয়োজন করা হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম। কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ। প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ আহম্মেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
Leave a Reply