-
- সারা দেশ
- নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি আব্দুল ওদুদ
- আপডেট টাইম : ফেব্রুয়ারি, ১২, ২০২৩, ৭:৪৫ অপরাহ্ণ
- 170 বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন এমপি আব্দুল ওদুদ।রোববার বিকেলে দেবিনগর মহানন্দা নদীর তড়পা ঘাট এলাকা পরিদর্শন করেন।এছাড়াও ওই এলাকার রাস্তা-ঘাট পরিদর্শন করেন।
আব্দুল ওদুদ ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করে বলেন নদী ভাঙ্গন রোধ ও রাস্তাঘাট সংস্কারে কাজ করা হবে।
আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আজ আমি এসেছি আপনাদের কথা শুনতে। আপনাদের বড় সমস্য হলো নদী ভাঙন।নদী ভাঙন রোধে শিগগির কার্যকারী ব্যবস্থ্যা নেওয়া হবে।
এছাড়াও বিকেলে দিয়াড় মহাবিদ্যালয়ে নবনির্বাচিত এমপি আব্দুল ওদুদকে দেবিনগর ইউনিয়ন বাসী সংবর্ধনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, জেলা আওয়ামী লীগ সদস্য শাহনেওয়াজ অপু, দেবনগর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন,
সাবেক উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, দেবনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ আরও অনেকে।
##
এই ক্যাটাগরীর আরো খবর
Leave a Reply