শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধি:
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় যখন সারা বিশ্বের মানুষ আতংকিত, কে বাচবে কে মরবে এটা নিয়ে বিশ্বের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ঠিক সে সময়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সর্বসাধারণের জন্য নিজেদের বিলিয়ে দিয়েছেন এই অঞ্চল থেকে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা। নিজেদের পরিবার পরিজনের পাশাপাশি গ্রামের সাধারণ মানুষ যারা হতদরিদ্রদের কাতারে রয়েছেন তাদেরকে ভুলেননি তারা। এই চিন্তা ভাবনা থেকেই প্রতিষ্ঠা করা হয়েছিলো প্রবাসী পরিবার মানবিক সংগঠন।
গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার প্রবাসী পরিবার মানবিক সংগঠন কর্তৃক শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সংগঠনটির উপদেষ্টা, আওয়ামী লীগ নেত্রী ও স্থানীয় সাংসদ কন্যা সেলিমা বেগম সালমা এসব কথা বলেন।
সেলিমা বেগম সালমা বলেন, ফুলবাড়ীয়া উপজেলার আপামর প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাড়িয়েছে প্রবাসী পরিবার মানবিক সংগঠন প্রবাসীরা নিজের সুখ বিসর্জন দিয়ে সর্বদা অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে। এছাড়াও প্রবাসীদের বিপদাপদে সব সময় পাশে থাকবে সংগঠনটি। কারণ, প্রবাসীরা হলো দেশের রেমিট্যান্স যোদ্ধা, আর এই প্রবাসীদের নিয়েই এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মাধ্যমেই দেশের অর্থনৈতিক চাকা সচল থাকে। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যুদ্ধ করে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা। বিশ্বের বুকে বাংলাদেশকে আরো উচু মর্যাদা এবং সম্মানের জায়গায় নিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা।
তিনি বলেন, ফুলবাড়ীয়া উপজেলার আপামর জনসাধারণের মাঝে খুঁজে খুঁজে অসহায়দের পাশে স্বেচ্ছাসেবক এবং মানবিক সংগঠন হিসাবে প্রবাসী পরিবার মানবিক সংগঠন আবির্ভূত হয়েছে। এই সংগঠনের কোন উদ্দেশ্য নেই। এটি অরাজনৈতিক দলনিরপেক্ষ সংগঠন। এখানে সব মতাবলম্বীরা রয়েছে।
অষ্ট্রেলিয়া প্রবাসী ও দেশটিতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সেলিমা বেগম সালমা আরো বলেন, বাংলাদেশ থেকে সুদূর প্রবাসে যারা থাকেন তাদের মাতৃভূমির জন্য এবং এদেশের মানুষের জন্য মন কাঁদে। তাই শুধু নিজের পরিবারের কথা না চিন্তা করে প্রবাসীরা এই সংগঠন প্রতিষ্ঠা করে গ্রামে গঞ্জের অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে।
তিনি বলেন, বিদেশে প্রবাসীদের আত্মীয় স্বজন কেউ নেই, নিজ ভূমি থেকে হাজার হাজার মাইল দূরে তাদের অবস্থান করতে হয়। প্রবাসী পরিবার মানবিক সংগঠনের কার্যক্রমে যখন একটা লোকের বিন্দু মাত্রও উপকার হয় তখন প্রবাসীদের মনে প্রশান্তির সৃষ্টি হয়।
বিকেলে উপজেলার নাওগাঁও ইউনিয়নে পরিষদ মাঠে অসহায়দের মাঝে শীতবস্ত্র ও অর্থ প্রদান অনুষ্ঠানে সেলিমা বেগম সালমা বলেন, প্রবাসী পরিবার মানবিক সংগঠনের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এসময় তিনি এই সংগঠনের উদ্যোক্তা, পরিচালনা পরিষদ সহ যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যের শুরুতেই সেলিমা বেগম সালমা উপস্থিত সকালের খোঁজ খবর নেন।
Leave a Reply