সোহেল রানা রাজশাহী প্রতিনিধি
সমাজে অসহায় মানুষ বলতে গেলে যারা শারীরিক ভাবে অ.খম অর্থাৎ প্রতিবন্ধী আর তাদের উপরেই মারপিট ও পাশবিক নির্যাতন করা হয়েছে তাউ আবার সমাজে যারা জনপ্রতিনিধি তারাই ঘটিয়ে ছে এমন নেক্কার জনক ঘটনা। মিথ্যার উপর ভিত্তি করে সন্দেহ মূলক ভাবে প্রতিবন্ধী আলমের উপর চালিয়েছে এই পাশবিক নির্যাতন এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় ।
গত বুধবার ১ ফেব্রুয়ারি ‘তানোরের উন্নয়ন’ নামের একটি ফেক ফেসবুক আইডি থেকে সাবেক তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানীর স্ত্রী ও ভাতিজার ছবিসহ কুরুচিপূর্ণ কথা লিখে পোষ্ট দেন।
সেই কুরুচিপূর্ণ পোষ্ট দিয়েছে বলে সন্দেহ মূলক ভাবে প্রতিবন্ধী নেতা’জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা’র কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও তানোরে অবস্থিত ‘আস্থা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র সভাপতি যে কিনা অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না মুন্ডুমালা পৌরসভার চিনাশো গ্রামের ইউসুফ আলীর ছেলে শামসুল আলমের উপর গত ১ ফেব্রুয়ারি মুন্ডুমালা বাজার থেকে অটোতে ফিরছিলেন বাসায় মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের রাস্তার সামনেই অটো রোধ করে পূর্বপরিকল্পিত ভাবে পাশবিক নির্যাতন চালিয়েছেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মুন্ডুমালা পৌর মেয়র আওয়ামী লীগ দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী গোলাম রাব্বানী। ও বর্তমান মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান সহ তাদের বাহিনী।
এমন ঘটনার খবর এলাকায় ছড়ে পড়লে সাবেক ও বর্তমান মেয়রের উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং হচ্ছে।
জনপ্রতিনিধি হয়ে একজন শারীরিক প্রতিবন্ধীকে মিথ্যা অপবাদে পাশবিক নির্যাতন কারীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক বলে জানিয়েছেন এলাকাবাসী ও বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার নেতারা যাতে করে ভবিষ্যতে পাশবিক নির্যাতনের শিকার না হতে হয় কোন প্রতিবন্ধীকে।
এরই মধ্যে তানোর থানার মোড়ে বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার অসংখ্য নেতাকর্মীরা আসামিদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
এলাকার সুশীল সমাজ ও জনপ্রতিনিধিরা বলছেন, জনপ্রতিনিধি হয়ে একজন শারীরিক প্রতিবন্ধীর উপর নির্যাতন করা মোটেও ঠিক করেননি তারা দেশের আইন প্রয়োগকারী সংস্থার কাছে দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানিয়েছেন তারা।
তবে এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া মুঠোফোনে জানান প্রতিবন্ধী নির্যাতনের ঘটনায় তানোর থানায় সাবেক ও বর্তমান মেয়র রাব্বানী ও সাইদুর রহমান সহ ৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করার পর থেকেই আসামীরা গাঁ ঢাকা দিয়েছিলেন আসামিদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চালানো হয়েছে তবে বর্তমান আসামী গন মহামান্য হাইকোর্ট থেকে আগামী ৬ সপ্তাহের জামিন নিয়েছেন।
Leave a Reply