নিঝুম রুবিনা একজন বাংলাদেশী মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী। তিনি জন্ম গ্রহণ করেছেন বিজয়পুর,কুমিল্লা,বাংলাদেশে।
২০০৮-এ গ্রামীণফোনের টেলিভিশন বিজ্ঞাপনে মডেলিং করে তার কর্মজীবন শুরু করেন। এর পরেও আরো অনেক বিজ্ঞাপনে তিনি অংশগ্রহণ করেছেন। যেমন: কফি কাপ চকলেট,শরীফ মেলামাইন,রাঙ্গা পরী মেহেদী রাঙ্গা পরী কেশ তেল এবং আরো অনেক।
এরপর -জাকির হোসেন রাজু’ পরিচালিত -এর বেশি ভালোবাসা যায় না।চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় এই নায়িকার।
উপহার দিয়েছেন বেশ কিছু চলচ্চিত্র।
বর্তমানে -বন্ধু তুই আমার -শিরোনামের একটি চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা।
তাছাড়া রাহুল রওশন পরিচালিত -বেশামাল-নামের একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে।
বিনোদন প্রতিনিধি -রাজু আহমেদ অপু।
Leave a Reply