বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী -অপু বিশ্বাস- তিনি দেখতে যেমন অপরূপ সুন্দরী। তেমনি প্রায় এক যোগের ও বেশি সময় ধরে ধাপটের সাথে কাজ করে যাচ্ছেন ঢালিউডে-উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা।
ঢালিউডের পাশাপাশি টালিউডে ও সমান ভাবে জনপ্রিয় এই অভিনেত্রী। চলতি বছরে টালিউডে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা -আজকের-শর্টকার্ট।
তাছাড়া প্রতিদিনই রয়েছে নানা ধরনের কাজের ব্যস্ততা। এর মধ্যে প্রায় সময় দেখা যায় তিনি তার একমাত্র সন্তান -আব্রাহাম খান জয়-কে নিয়ে ভিবিন্ন সময় বেড়াতে যান।
সব সময় ছেলের সাথে ম্যাচিং করে ড্রেস পড়তে পছন্দ করেন -অপু বিশ্বাস- আজকে বড় দিন উপলক্ষে ও তার ব্যতিক্রম নয়।তিনি ছেলের সাথে কয়েকটি ছবি নিজের ভেরিফাই করা পেইজে আপলোড দিয়ে লিখেছেন-আজকে আমার বাবা অনেক খুশি আমিও খুশি সবাইকে বড় দিনের অনেক অনেক শুভেচ্ছা।
বর্তমানে মুক্তির অপেক্ষায়য় রয়েছে -অপু বিশ্বাস অভিনীত বেশ কিছু সিনেমা। এগুলা হচ্ছে-বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের সিনেমা -ছায়াবৃক্ষ-এতে অপু বিশ্বাস এর বিপরীতে আছেন। নিরব।
তাছাড়া রয়েছে- সুলাইমান আলী লেবু পরিচালিত -প্রেম প্রীতির বন্ধন। এতে অপু বিশ্বাস এর বিপরীতে আছেন -জয় চৌধুরী। অপু বিশ্বাস ও জয় চৌধুরী অভিনীত আরেকটি মুভি মুক্তির অপেক্ষায় আছে যার নাম -ট্র্যাপ-
এবং অপু বিশ্বাসের নিজের প্রযোজনায় রয়েছে সরকারি অনুদানের সিনেমা -লাল শাড়ি-এতে অপু বিশ্বাস এর বিপরীতে আছেন সায়মন সাদিক।পরিচালনায় বন্ধন বিশ্বাস।
বিনোদন প্রতিনিধি-রাজু আহমেদ অপু।
Leave a Reply