স্টাফ রিপোর্টার- এস আর সাকিল
দৈনিক সময়ের সংগ্রাম বরিশাল জেলা প্রতিনিধি ও নিউজ টাইম বিডির নির্বাহী এবং বার্তা সম্পাদক মঞ্জুর আলম লিটনের জানাজা সম্পূর্ণ।
বরিশাল জেলার আগৈলঝাড়া থানা দক্ষিণ সিহিপাশা গ্রামের পুলিশ পরিদর্শক মাজেদ আকন ছেলে মঞ্জুর আলম লিটন আনুমানি ভোর ৫ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার জানাজা করা হয় জহুর বাদ আলসাম জামে মসজিদ ঈদগা ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার এবং যুবলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন এবং ইলিয়াস শরীফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম নিউজ টাইম বিডির স্টাফ াা রিপোর্টার মোঃ আল আমিন বেপারী নিউজ টাইম বিডি র স্টাফ রিপোর্টার এইচ এম পান্না নিউজ টাইম বিডি র গৌরনদী উপজেলা প্রতিনিধি মোঃ নয়ন উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ আকাশ এবং অন্যান্য ব্যক্তিবর্গ এলাকাবাসী উপস্থিত ছিলেন।জানাদা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
“দৈনিক সময়ের সংগ্রাম” পরিবারের পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করছি আল্লাহ তা’আলা যেন তাকে জান্নাত নসিব করে।
Leave a Reply